অসহায়-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে এগিয়ে এলো মুদি দোকানদার

সময়: 8:21 pm - April 13, 2020 | | পঠিত হয়েছে: 110 বার

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী। ঘরে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের খিন্নিতলা গ্রামে স্থানীয় কয়েকটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গ্রামেরই মুদি দোকানদার মো. সাহালাল উদ্দীন। খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেককে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, একটি সাবান, ১ লিটার সয়াবিন তেল, দেড় কেজি করে আলু ও পেঁয়াজ বিতরণ করেন।

মুদি দোকানী সাহালাল জানান, ব্যক্তিগত উদ্যোগে ও প্রবাসী এক বন্ধুর সহযোগিতায় তিনি এসব প্রদান করেছেন। আগামীতেও করোনা পরিস্থিতিতে গ্রামের প্রতিবেশী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা জানান সাহালাল। এসময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি অসহায়,ঔদরিদ্র জনগোষ্ঠীর জন্য এগিয়ে আসার আহ্বান জানান। গ্রামের সাধারন ছোট্ট একটি দোকানের মালিক সাহালালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর