চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে ১৬ জনকে ২৮ হাজার টাকা জরিমানা

সময়: 9:48 pm - April 13, 2020 | | পঠিত হয়েছে: 851 বার

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ হচ্ছে না জনসাধারণের বাইরে ঘোরাফেরা। করোনাভাইরাস সংক্রমন এড়াতে ঘরে থাকতে বলা হলেও অনেকেই তা মানছেন না। কেউ কেউ আবার নির্ধারিত সময়ের পরেও দোকানও খুলে রাখছেন। এরফলে জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

প্রতিদিনের মতো সোমবার জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইস প্রতিরোধে প্রচার প্রচারণার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ জনকে ২৮ হাজার টকা জরিমানা করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন জেলার সদর উপজেলার পলশা মিশন এলাকায় একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে গত পাঁচ দিন আগেও তাকে সতর্ক করা হয়েছিল।

জেলা প্রশাসনের বিচার শাখা সূত্রে জানা গেছে, সোমবার জেলার নাচোল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ-সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২জনকে ১ হাজার টাকা করে ও ১জনকে ৫শ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা সদরে মোবাইল র্ক্টো পরিচালিত হয়। এ-সময় ১ জনকে ১০ হাজার টাকা ও ১জনকে ৫শ টাকা জারিমানা করেন তিনি। করোনা প্রতিরোধে জারি করা সরকারি নির্দেশনা অমান্য করায় তিনি এই দন্ড প্রদান করেন।

অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে জেলার শিবগঞ্জে মোবাইল কের্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২জনকে ১ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩জনকে ১ হাজার ৭শ টাকা জরিমানা করেন। এর মধ্যে ১জনকে ১ হাজার টাকা, ১ জনকে ৫০০ টাকা ও ১জনকে ২শ টাকা জরিমানা করেন তিনি।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন করের নেতৃত্বে জেলার গোমস্তাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচলানা করা হয়। সেখানে একই অপরাধে তিনি ১ জনকে ৩ শ টাকা ও ১জনকে ১শ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জামানের নেতৃত্বে জেলা সদরে পরিচালিত মোবাইল কোর্টে সরকারি নির্দেশনা অমান্য করায় ১জনকে ৫শ টাকা, ১জনকে ২শ টাকা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজের নেতৃত্বে চলা মোবাইল কোর্ট সরকারি নির্দেশনা অমান্যকারী ১জনকে ২শ টাকা জরিমানা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটগণ জনসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন এবং সরকারি নিদের্শনা মেনে চলার পরামর্শ দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর