চাঁপাইনবাবগঞ্জের সেই হাট দুটো সরানো হলেও তদারকি নেই: চিত্র আগের মতই
করোনা ভাইরাসে পৃথিবী এখন মৃত্যুপুরী। দেশেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঢাকা, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ এখন বেশি ঝুঁকিপূর্ণ। এসব এলাকা থেকে রাতের বেলা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ আসায় ঝুঁকি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জেও। করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, গণজমায়েত এড়িয়ে চলা, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, হাট-বাজার বন্ধ রাখা ও মসজিদে না যাবার জন্য প্রচার-প্রচারণা চললেও চাঁপাইনবাবগঞ্জে অনেককিছুই মানছেন না মানুষ।
”চাঁপাইনবাবগঞ্জে রাতে আসছে ট্রাক বোঝায় মানুষ,দিনে হাট ” শিরোনামে সংবাদ প্রকাশের পর ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার ব্যস্ততম ২টি হাট প্রশাসন খোলা মাঠে সরিয়ে নিলেও সেখানে তদারকি না থাকায় ্এসব হাটে সামাজিক দুরত্ব নিশ্চিত হচ্ছেনা। মাঠ বড় হলেও আগের মতই ছোট জায়গায় ক্রেতা বিক্রেতার ভীড় লক্ষ্য করা গেছে।
অন্যদিকে ইতিমধ্যেই প্রশাসন জেলার প্রবেশমুখগুলোতে তল্লাশি টৌকি বসিয়ে জেলায় আগতদের বাধ্যতামুলক চেকআপের পর হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠাচ্ছে । কিন্তু হাটগুলোতে নেই নজরদারী।এতে করে ভাইরাসটিতে আক্রান্ত হবার ঝুঁকি থেকেই যাচ্ছে।
এদিকে শিবগঞ্জ পৌর এলাকার তরকারি পট্টিতে ভোর থেকে দুপুর পর্যন্ত যে পিঁয়াজ, রসুনসহ কৃষি পণ্যের হাটটি লাগত ,সেটি স্থানান্তর করা হয়েছে স্টেডিয়াম মাঠে। মাঠের একটি বিরাট অংশ ফাঁকা পড়ে থাকলেও আগের মতই এক জায়গায় গাদাগাদি করে চলছে কেনাবেচা। এনিয়ে সচেতন মহলের মধ্যে আতঙ্ক থেকেই যাচ্ছে।অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও করেছেন।
অপরদিকে ভোলাহাটের ব্যস্ততম বৃহৎ হাটটি সরিয়ে একটি খোলা মাঠে নেয়া হলেও সেখানেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এলাকার স্বার্থে পৌর কর্তপক্ষ রবিবার রাতে মাইকে প্রচার করে স্টেডিয়ামে হাট বসানো ও হাটে আগতদের স্বাস্থ্য বিধি মেনে চলতে সর্তকতামূলক প্রচার চালানোর পরও হাটে আগতরা নিয়ম মানছেনা।এটা দুঃখজনক। কিষয়টি তিনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
রাজশাহী বার্তা/Asfraful Islam