চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে ২২ জনকে অর্থদন্ড প্রদান

সময়: 8:45 pm - April 26, 2020 | | পঠিত হয়েছে: 391 বার

শনিবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড় ও নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে জেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন ও গ্রাম পুলিশ এর সহযোগিতায় এই অভিযান পরিচালোনা করা হয়। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে বাজার বসে মল্লিকপুরে। সরকারি নির্দেশনা অমান্য করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে, ২২জনকে ১১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যার মধ্যে ১ জনকে ২০০ টাকা, ১২ জনকে ১০০ টাকা করে, ৪ জনকে ২ হাজার টাকা করে, এক জনকে ৫০০ টাকা, ৪ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, করোনা প্রতিরোধের সরকারি নির্দেশনা মানতে প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। অযথা বাড়ির বাইরে বের হবেন না, ঘোরাফেরা কিংবা আড্ডা দেবেন না। সকল নাগরিককে সরকারি আদেশ মেনে চলার আহ্বানও জানান ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর