চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার কবর খোঁড়া অসহায়কে ১ মাসের খাবার দিলেন ওসি’র সহধর্মিনী

সময়: 6:23 pm - May 3, 2020 | | পঠিত হয়েছে: 569 বার

গত ৪০ বছরে ৪ হাজারের অধিক কবর খুঁড়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আজাইপুর মহল্লার নূর মোহাম্মদ। একে তো করোনা পরিস্থিতি, তার উপর বর্তমানে তিনি অসুস্থ।

এই অবস্থার কথা বিভিন্ন গণমাধ্যমে আসার পর সহায়তায় হাত বাড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জিয়াউর রহমানের সহধর্মিনী মোসা. সালমা আক্তার মনি।

নূর মোহাম্মদকে এক মাসের খাবার ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন সালমা আক্তার। রবিবার সকালে আজাইপুর নুরানী একাডেমীতে নূর মোহাম্মদের বাড়ির সামনে তাকে খাবার ও নগদ অর্থ তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (অপারেশন) মিন্টু রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলকসহ অন্যান্যরা।

এসময় নূর মোহাম্মদকে ৪০ কেজি চাল, ৫ কেজি আটা, ১০ কেজি আলু, ১০ কেজি ডাল, ২ কেজি তেল, ১০ কেজি পেঁয়াজসহ সেমাই, চিনি, হ্যান্ডওয়াশ ও       সাবান ও নগদ ৫০০০  হাজার টাকা দেয়া হয়।

রাজশাহী বার্তা/Faruk Ahmed

এই বিভাগের আরও খবর