চাঁপাইনবাবগঞ্জে ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে ২ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টর প্রদান
চাঁপাইনবাবগঞ্জে ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে ২ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ) সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার বিমল কুমার প্রামানিক, উপজেলা কৃষি অফিসার কানিক তাসনোভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম, কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুণ্ডু।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় যে মেশিন দুইটি দেয়া হলো তার প্রতিটির বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। এর মধ্যে সরকার ১৪ লক্ষ করে ভর্তুকি দিয়েছে এবং কৃষক দিয়েছে অর্ধেক মূল্য। এর আগে আরো ৬টি এই মেশিন প্রদান করা হয়েছে। আশা করা হচ্ছে আসন্ন মৌসুমে বোরো কর্তনে সংকট মিটাতে এ মেশিনগুলো গুরুত্বপূর্ন ভ’মিকা রাখবে। তিনি জানান, এবার জেলায় ৪৭ হাজার ২৫০ হেক্টর (৩ লাখ ৫৪ হাজার ৩৭৫ বিঘা) জমিতে বেরোধানের আবাদ হয়েছে। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন প্রতিদিন ৩৫ থেকে ৪০ বিঘা ধান কাটা ও মাড়াই করতে পারে। তিনি আরো জানান, মে মাসের প্রথম সপ্তাহ থেকে চাঁপাইনবাবগঞ্জে বোরো কাটা মাড়াই শুরু হয়েছে।
রাজশাহী বার্তা/admin