করোনায় শিবগঞ্জে মানবতার গান গাইছে ‘বিসর্গ ফোরাম’

সময়: 10:49 pm - May 5, 2020 | | পঠিত হয়েছে: 213 বার

করোনাভাইরাসের কারণে সারা দেশে চলছে সাধারণ ছুটি। এই সময়ে বিপাকে পড়েছেন দৈনিক মজুরিতে খেটে খাওয়া মানুষেরা। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও এই মহামারিতে খাদ্যহীন হয়ে পরছেন নিম্ন আয়ের মানুষ।

ব্যক্তিগত ছাড়াও এদের ত্রাণ, খাদ্য সামগ্রী এবং রান্না করা খাবার প্রদান করছে বেশকিছু স্বেচ্ছাসেবী কিছু সংগঠন। জেলার বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে চোখের পড়ার মতো ভূমিকা রাখছে শিবগঞ্জের ‘বিসর্গ ফোরাম’ নামের একটি সমাজসেবী সংগঠন। এই করোনা মহামারিতে এটি প্রতিদিন নিরলস কাজ করে যাচ্ছে কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। জানা যায়, শিবগঞ্জের কয়েক জন কঠোর পরিশ্রমী ও উদ্যমী যুবক দুর্বার মানব সেবা এবং সামাজিক উন্নয়ন সাধনের লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠা করে ‘বিসর্গ ফোরাম’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠন। গেল তিন বছর ধরে সংগঠনটির সদস্যরা নিজেদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করে আসছে।

বিশেষ ভাবে বলতে হয় বর্তমানে করোনা পরিস্থিতিতে শিবগঞ্জ একধরনের স্থবির হয়ে আছে, সেখানে ‘বিসর্গ ফোরাম’ ব্যক্তি উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের খাবার নিশ্চিত করার জন্য বাসায় বাসায় গিয়ে তাদের খাবার ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়ে আসছে। রাস্তায় রাস্তায় জীবাণুনাশক স্প্রে করছে, সুবিধা বঞ্চিতদের মাস্ক উপহার দিচ্ছে। এছাড়াও তারা গেল কয়েক বছর ধরে দুস্থদের খাবার, পোশাক ও কম্বল বিতরণ করছে। উল্লিখিত কাজের পাশাপাশি ‘বিসর্গ ফোরাম’ পরিবারের সদস্যরা সামাজিক অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

যেমন : দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, রাস্তা–ঘাট পরিষ্কার এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। ‘বিসর্গ ফোরাম’- এর পরিকল্পনাকারী ও প্রধান সমন্বয়ক ফাইয়াজ রহমান তনয় জানান, অসহায় মানুষদের সাহায্যার্থে কাজ করার লক্ষ্যে মূলত ‘বিসর্গ ফোরাম’ এর যাত্রা শুরু হয়। আমাদের সমাজে এমনও অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে, যারা সমাজে অনেকের কাছেই অবহেলিত; তাদের সহযোগিতা করার জন্যই আমাদের একঝাঁক স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

নানান প্রতিবন্ধকতা ও আর্থিক অসংগতি থাকা সত্ত্বেও আমরা দৈনিক বঞ্চিতদের পাশে দাঁড়াতে পারছি – এটাই ‘বিসর্গ ফোরাম’ পরিবারের জন্য অনেক আনন্দের। তিনি আরো বলেন, রোজার সময় শিবগঞ্জের ইসরাইল মোড়, রসুলপুর, শেখটলা, তর্তীপুর, কারবালা মোড়, শিবগঞ্জ বাজার, কোর্ট বাজার,ভাঙ্গাব্রীজ ইত্যাদি স্থানসহ প্রধান প্রধান সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ, ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও ভবঘুরে সাধারন মানুষদের মাঝে ইফতারের খাবার পৌছে দিতে সক্ষম হয়েছি।

এছাড়াও করোনার উদ্ভূত পরিস্থিতিতে এখন পর্যন্তু প্রায় ৩০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বর্তমানে ‘বিসর্গ ফোরাম’ পরিবার এর ৫০ সদস্যসের অন্যতম সদস্যরা হলেন, সাইমুন ইসলাম সাদাব, আল বাসরী সোহান, ফেরদৌস আলম, , বারিউল ইসলাম, সাজিদ মুস্তাকিম, এহসানুল জুবায়ের ও মার্সিয়া জাহান লতা।

সাইমুন ইসলাম সাদাব বলেন, চলমান করোনা মহামারিতে আমরা সদস্যরা নিজেদের অর্থায়নে অসহায়দের জন্যে কাজ করে যাচ্ছি। এই সময়ে আমাদের সদস্যেদের বাইরে কেউ যদি ব্যক্তিগতভাবে দুস্থ অসহায়দের পাশে আমাদের মাধ্যমে দাঁড়াতে চান, আমরা সানন্দচিত্তে তার পক্ষে সেই কাজটা করে দেবো।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর