বালিয়াডাঙ্গা গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশস্য বিতরণ

সময়: 1:16 pm - May 6, 2020 | | পঠিত হয়েছে: 210 বার

মো:ফারুক হোসেন:

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জরুরি খাদ্যশস্য বিতরণ অব্যহত রয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জে দিন মজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গসহ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।

 

 

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কোচলাপাড়া গুচ্ছগ্রামের ২০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ টি আস্ত মিষ্টি কুমড়া, আধা কেজি মুড়ি তুলে দেয়া হয়।

 

এ সব সামগ্রী তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

রাজশাহী বার্তা/Faruk Ahmed

এই বিভাগের আরও খবর