বালিয়াডাঙ্গায় ভাই-বোনের দ্বন্দ্বের অবসান ঘটালেন ইউএনও আলমগীর হোসেন

সময়: 10:15 pm - May 11, 2020 | | পঠিত হয়েছে: 373 বার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের সুকী বেগমের পরিবারকে অবরুদ্ধ করে রাখে তার আপন ভাই নুরুল ইসলাম। এ সংক্রান্ত একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের।

 

মো. আলমগীর হোসেন জানান, সোমবার দুপুরে উভয়পক্ষের কথা শুনে উভয়ের চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা করেছি। এ বিষয়ে আশেপাশের লোকজনের সাথেও কথা বলেছি। তাদের বন্টননামা করতে বলা হয়েছে। যদি তারা বন্টননামা করতে ব্যর্থ হয় তবে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতমাস পর তাদের সমাধান হলো।

 

তিনি আরো জানান, এ নিয়ে যাতে আইন-শৃঙ্খলার কোন অবনতি না ঘটে সে বিষয়ে বলা হয়েছে। অবরুদ্ধ পরিবারটিকে মুক্ত করে কিছু খাবার দেয়া হয়েছে। পরিবারটির প্রতি আমাদের সুদৃষ্টি রয়েছে। যেকোন মুহুর্তে তাদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে বলেও জানান ইউএনও।

 

এ বিষয়ে সুকী বেগম জানান, ইউএনও সাহেব খুব ভাল মানুষ। তিনি এসে আমার বাড়ির বের হবার রাস্তা খুলে দিলেন। যাবার সময় আমাকে প্যাকেট খাবারও দিয়ে গেলেন। আল্লাহ তাঁর মঙ্গল করবেন। -কপোত নবী।

রাজশাহী বার্তা/Faruk Ahmed

এই বিভাগের আরও খবর