জেলা পরিষদের ব্যবস্থাপনায় কর্মহীন হত দরিদ্র ৪৫০ পরিবারের মাঝে খাদ্যশস্য তুলে দিলেন আব্দুল ওদুদ

সময়: 3:39 pm - May 12, 2020 | | পঠিত হয়েছে: 236 বার

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে হত দরিদ্র গরীব মানুষগুলোর মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  রানিহাটি ,মহারাজপুর ,বারঘরিয়া লক্ষীপুর  ইউনিয়নে 450 জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।

এ সময় জেলা পরিষদ সদস্য মো. আবুল বাশার,  জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম, সান্তনা হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্যশষ্য বিতরণের আগে আব্দুল ওদুদ ত্রাণ নিতে আসা মানুষদের উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন মানুষের মাঝে খাদ্যশষ্য বিতরণ করছি। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও সর্বক্ষণ মাঠে থেকে কাজ করছে।

তিনি আরো জানান, আপনারা সকলে বাড়িতে থাকুন। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘনঘন দুহাত জীবাণু মুক্ত করুন। মুখে মাস্ক, মাথায় কাপর, হ্যান্ড গ্লোবস তথা পিপিই পরার অভ্যাস করুন। সকলকে নিরাপদ রাখতে সরকারের নির্দেশনা মেনে চলার জোর অনুরোধ জানান আব্দুল ওদুদ বিশ্বাস।

রাজশাহী বার্তা/Faruk Ahmed

এই বিভাগের আরও খবর