চাঁপাইনবাবগঞ্জে ত্রাণ বিতরণে বাদপড়াদের তালিকা প্রস্তুত জেলা আ.লীগের
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা থেকে বাদ পড়া সমাজের নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্তদের তালিকা করে প্রধানমন্ত্রী বরাবর দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে তালিকা প্রদান করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ৫ উপজেলার মোট ১ লক্ষ ৫ হাজার নামের তালিকা পাঠানো হয়েছে। প্রস্তুতকৃত তালিকা গ্রহণ করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ জানান, জেলার সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আ.লীগ নেতৃবৃন্দদের নিয়ে গঠিত কমিটি বাদ পড়াদের এই তালিকা প্রস্তুত করেছেন। এই তালিকায় আমরা প্রধান্য দিয়েছি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। কারন ইতোমধ্যেই সরকারী সহায়তা পেয়েছেন সমাজের সকল অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষরা। কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর জনসাধারণ কর্মহীনভাবে থাকলেও লোকলজ্বার কারনে নিজেদের অবস্থার কথা কাউকে বলতেও পারেনা। তাই প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে তাদের নামের তালিকা পাঠানো হলো।
রাজশাহী বার্তা/admin