চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১৪’শ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবা বড়িসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মে সোমবার ভোরে পৌর এলাকার শান্তিবাগ ও স্বরুপনগর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. বাবলু ওরফে বাবু (৩৬), মো. নাসির উদ্দিন ওরফে বাবু (৩৬) ও মোহা. আবুল হায়াত ওরফে হায়াত (২৫)। এর মধ্যে হায়াতকে গত ৩ মে শিবগঞ্জ উপজেলার অাজমতপুর মন্ডল পাড়া থেকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন জানান, জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে কাজ করছে ডিএনসি।
তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ ও পৌর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা বড়িসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় শিবগঞ্জ ও সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
রাজশাহী বার্তা/admin