চাঁপাইনবাবগঞ্জে সাধারণ মানুষ মানচ্ছে না স্বাস্থ্যবিধি

সময়: 6:40 pm - June 7, 2020 | | পঠিত হয়েছে: 406 বার

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি নির্দেশনা থাকলেও চাঁপাইনবাবগঞ্জে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। একদিকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, অন্যদিকে চলছে মানুষের মাস্ক না পড়াসহ সরকারি নির্দেশনা লংঘনের প্রতিযোগিতা।

সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে, অটোবাইকে দুইজনের বেশী ও অটোরিকশায় একজনের বেশি যাত্রী উঠবে না। কিন্তু এ প্রবণতা ঠেকানো যাচ্ছে না। মাস্ক ছাড়াই অনেকেই চলাচল করছে। আবার অনেকেই রাত ৮টার পর স্বাধীনভাবে চলাচল করতে দেখা যাচ্ছে। এমনকি মোটরসাইকেলেও তিনজন আরোহী নির্বিঘ্নে চলাচল করছে। এদের অনেকেই বখাটে বলে অনেক অভিভাবক অভিযোগ করেছেন।

রবিবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেক মানুষের মাঝে এখনো সচেতনতা গড়ে ওঠেনি। তারা হরহামেশাই বাহিরে মাস্ক ছাড়াই চলাফেরা করছে, এমনিক সামাজিক দূরত্বও মানছে না। রাস্তাঘাটসহ বিভিন্ন বাজারে মানুষের সঙ্গে মানুষের শরীর ঠেকিয়ে জিনিসপত্র ক্রয় করছে, কিছুতেই তাদের ভ্রুক্ষেপ নেই।

এছাড়া মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোন আরোহী না উঠাার নির্দেশনা থাকলেও খোদ ট্রাফিক পুলিশের সামনে দিয়েই অনেককে মাস্ক ছাড়াই মোটরসাইকেল নিয়ে চলাচল করছে। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে অটোবাইকে দুইজনের বেশী যাত্রী ওঠার নিয়ম থাকলেও ঠাসাঠাসি করে যাত্রী নিয়ে চলাচল করছে অটোবাইকগুলো।

সূত্র : সোনালী সংবাদ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর