সোনামসজিদ বন্দরে চাঁদাবাজির দায়ে ৩ শ্রমিক গ্রেফতার

সময়: 7:53 pm - June 17, 2020 | | পঠিত হয়েছে: 753 বার

আতিক ইসলাম সিকো : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চাঁদাবাজির অভিযোগে তিন শ্রমিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩০), রাজ্জাক আলীর ছেলে জাকিরুল ইসলাম (২৭) ও শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের তফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫)।

গত মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা এবং পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৫০ হাজার টাকাসহ পানামা পোর্ট লিংক লিমিটেডের কয়েকটি রশিদ ও নোটবুক উদ্ধার করা হয়। বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অফিসে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব।

পুলিশ সুপার জানান, সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক সমন্বয় কমিটির নামে বেশ কয়েকটি গ্রুপ চাঁদবাজি করে আসছে। এদের মধ্যে একটি গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, বন্দরে প্রতিমাসে কয়েক কোটি টাকা চাঁদাবাজি এবং সেই টাকা বিভিন্ন জনের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়।

তিনি বন্দরে সব ধরণের চাঁদাবাজি বন্ধ করা হবে বলেও জানান। এদিকে ৩১টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদিকুল ইসলাম চাঁদাবাজির অভিযোগের বিষয়টি অস্বীকার করে জানান, বন্দরে শ্রমিক সংগঠনের নামে কোন চাঁদা আদায় করা হয় না। শ্রমিকরা শুধু তাদের মজুরী নিয়ে থাকে। তবে ভারতীয় চালকরা খুশি হয়ে দুই-একজন শ্রমিককে বকশিস দেয় তাদের ভারতীয় টাকা পরিবর্তনের জন্য।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর