চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

সময়: 1:53 pm - July 14, 2020 | | পঠিত হয়েছে: 380 বার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় (ডিএনসি) এর অভিযানে শিবগঞ্জ উপজেলা থেকে ১৩ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টার সময় ১০ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী পূবপাড়া এলাকার মো. সেতাউর রহমানের ছেলে মো. এনায়েত উল্লাহ রয়েল (৩৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় (ডিএনসি) এর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন মঙ্গলবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শিবগঞ্জের বালিয়াদিঘী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রয়েলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ডিএনসি টিমের কাছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আাসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর