করোনা ভাইরাসের বিস্তাররোধে এমপি জেসির মাস্ক বিতরণ

সময়: 5:27 pm - July 15, 2020 | | পঠিত হয়েছে: 333 বার

 করোনা ভাইরাসের (CoVID-19) বিস্তার রোধে জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী কর্তৃক মাস্ক ও স্যানিটাইজার বিতরন কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে ৫০০ মাস্ক দেওয়া হয় এবং সাধারণ রোগীদের মাঝেও মাস্ক বিতরণ করা হয়। ১৫ জুলাই বুধবার মাস্ক প্রদান ও বিতরণ করেন জেসি এমপি’র পক্ষে তার ছোট ভাই মেসবাহুল জাকের।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগ মতে এটি চলছে পিক টাইম।এই রোগের মাত্রা কমানোর জন্য মাস্ক পড়া একটি উত্তম পথ।এই জন্য জেসী এমপি জনগনকে সচেতন করতে ছোট ভাইয়ের নেতৃত্বে সচেতনতা ক্যাম্পেইন, মাস্ক,সেনিট্যাইজার বিতারণের অংশ হিসেবে আজ ডায়বেটিক হাসপাতালে কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা: দুরুল হোদা,হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা,গভর্ণিং বডির সদস্য এম কোরাইশী মিলু এবং হাসপাতালের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ। সংসদ সদস্যের পক্ষে মাস্ক ও স্যানিটাইজার হাসপাতাল কর্তৃপক্ষকে তুলে দেন হাসপাতাল গভর্ণিং বডির সদস্য ও এমপির ছোট ভাই যুবনেতা মেসবাহুল জাকের।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর