চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাঠ কারখানার জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কাঠ কারখানায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙ্গা ব্রীজ এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা।
এ সময় শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যান আদালতে সহায়তা করে। জানা গেছে-কাঠ কারখানায় লাইসেন্স না থাকা, ক্রয়-বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও সীমানা প্রাচীর নির্মাণ না থাকায় মহাসড়কের পাশে কাঠের গুড়ি ফেলে রাখার অপরাধে করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ৯ ধারা অনুযায়ী ভাই ভাই কাঠ কারখানার মালিক রানা আলীকে ৩ হাজার টাকা ও গোলাম কবির কাঠ কারখানার মালিক গোলাম মোস্তফাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইসরাইল মোড় এলাকার মেসবাহুল হকের কাঠ কারখানাকে আগামী সাতদিনের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা দেয়া হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা মাহাবুব আলম উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin