রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

সময়: 12:43 am - August 29, 2020 | | পঠিত হয়েছে: 487 বার
ছবি : মাহফুজুর রহমান রুবেল

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ২৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) নমুনা পরীক্ষায় এসব করোনা রোগী শনাক্ত হন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৮৪টি নমুনা পরীক্ষা করা হলে ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়। আর চাঁপাইনবাবগঞ্জের ছয়টি নমুনার মধ্যে দুটি করোনা পজিটিভ। নাটোরের তিনটি নমুনার সবগুলোই নেগেটিভ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়। তবে রাত ১০টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি। রামেকের ল্যাবে রাজশাহীর নতুন ২৪ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৩৮ জন। এর মধ্যে ২ হাজার ৯৭৬ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৪০ জন।

চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৯০ জন। এর মধ্যে ৪২৬ জন সুস্থ হয়েছেন। এ জেলায় ১২ জন মারা গেছেন করোনায়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর