চাঁপাইনবাবগঞ্জের নশীপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সময়: 8:19 pm - September 13, 2020 | | পঠিত হয়েছে: 90 বার

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রবিবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশীপুরে দুই দিন ব্যাপী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। নশীপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নসীপুরের সহবুল মাঝির দল। প্রথম রানার্সআপ গোমস্তাপুর উপজেলার চৌডালার জিয়া মাঝির দল এবং ও দ্বিতীয় রানার্সআপ গোয়াবাড়ি চাঁদপুরের মিনহাজুলের দল। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় নশীপুর গুজরাটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. রজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলশাদ আলী, চৌডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনসারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, প্রথম রানারআপ দলকে ২৪” ইঞ্চি এলইডি টিভি এবং দ্বিতীয় রানারআপ দলকে একটি ১৭” ইঞ্চি এলইডি টিভি তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, খেলা দেখতে মহানন্দা নদীর দুই পাড়ে উৎসুক দর্শকের ভিড় নামে। দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার মোট ১২টি দল অংশ নেয়। নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন, আব্দুর রাকিব, ইসমাইল হোসেন, গোলাম রাব্বানী, আবুল কাশেমসহ নশীপুর যুব সমাজের সদস্যবৃন্দ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর