শিবগঞ্জে দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উভয় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেন। বুধবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা মহসিন আলী (৯০) ও ১১টায় মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কাজলের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।
উভয়ের জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ সনু, জেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানা, বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী বিনোদপুর ইউনিয়নের এরাদত বিশ্বাস টোলা গ্রামের মৃত আ. রহিমের ছেলে। তিনি গত মঙ্গলবার দুপুর ৩টার দিকে অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও ছয় মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর ডাক্তারটোলা গ্রামের মৃত রশীদুজ্জামানের ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রাজশাহী বার্তা/admin