চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ
সময়: 6:22 pm - November 5, 2020 | | পঠিত হয়েছে: 240 বার
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত জেলা রেজিস্ট্রার আলী আকবর ও তার প্রধান সহকারী ইসমাইল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক উৎকোচ গ্রহণ ও সরকারি নথিপত্র গায়েব করায় মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর বরাবর অভিযোগ দায়ের করা হয়ছে।
জানা যায়, জেলায় কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের তালিকা হইতে আইন মন্ত্রণালয় কিংবা নিবন্ধন অধিদপ্তরের কোনরকম নির্দেশনা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ ও ১৫ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মো: তাজেমুল হক এর নাম তালিকা হইতে বাদ দেওয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অবৈধ লাইসেন্সধারী ২ ও ৬ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার আব্দুস সামাদ, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার কুরবান আলী, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার আব্দুল কাদির এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার রফিকুল ইসলাম এর নাম তালিকাভুক্ত করা, জেলার সকল নিকাহ রেজিস্ট্রার অফিস পরিদর্শন এর নামে কাজীদের কাছ থেকে আর্থিক উৎকোচ গ্রহণ এবং রেকর্ডরুম ও জেলা রেজিস্ট্রার অফিস হইতে সরকারি নথিপত্র গায়েব করার অভিযোগ দায়ের করা হয়েছে। গায়েবকৃত রেকর্ড পত্রের মধ্যে ২০০৪ সালের মেমো রেজিস্টার উল্লেখযোগ্য।
অনুসন্ধানে আরও জানা গেছে, ভুয়া ঠিকানায় নিয়োগপ্রাপ্ত ৪ জন নিকাহ রেজিস্ট্রার এবং কয়েকজন অবৈধ নিকাহ রেজিস্ট্রারের কাছ থেকে নিয়মিত আর্থিক সুবিধা নেওয়ার বিনিময়ে জেলা রেজিস্ট্রার ও প্রধান সহকারী তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করছেনা মর্মে ও অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী মোঃ তাজেমুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত জেলা রেজিস্ট্রার আলী আকবর ও প্রধান সহকারী ইসমাইল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং নিবন্ধন অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
নামা প্রকাশে অনিচজ্ছুক জেলার সিনিয়র কয়য়েক জন নিকাহ রেজিস্ট্রারগণ বলেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি তথ্য গোপন করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার ও তার প্রধান সহকারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রেজিস্ট্রার আলী আকবর এর সাথে যোগযোগ করা হয়ে হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজশাহী বার্তা/admin