চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সহায়তায় নিখোঁজ শিশু উদ্ধার
নাটোরের লালপুর থানার গৌরিপুর গ্রামের নিজ বাড়ি হতে গত ৯’অক্টোবর সকালে নিখোঁজ ৮ বছরের শিশু আব্দুর রহিমকে উদ্ধার করে ৬ দিন পর তার পিতা আব্দুল মান্নানের নিকট নিরাপদে ফিরিয়ে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। গত ১৪’অক্টোবর শিশুটিকে তার পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়।
রোববার (১৮’অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব তার অফিসিয়াল ফেইসবুক পেইজে বিষয়টি অবহিত করেন।
জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্য পরিদর্শক আব্দুল মালেক বলেন, গত ৯’অক্টোবর রাতে শিশুটিকে রহনপুর ষ্টেশনে খুঁজে পায় তদন্ত কেন্দ্র পুলিশ। কিছুটা অসুস্থ শিশুটি এ সময় তার পরিচয় বলতে পারছিল না। তকে তদন্ত কেন্দ্রে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সাথে বিভিন্ন উপায়ে শিশুটির পরিবারের খোঁজ শুরু করে পুলিশ।
অবশেষে গত ১৪’অক্টোবর শিশুর পিতা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করে। তার পরিচয় নিশ্চিত হবার পর পুলিশ শিশুটিকে তার পিতার নিকট বুঝিয়ে দেয়। শিশুটি মাদ্রাসায় প্রাথমিক স্তরে পড়ে। এর আগেও সে কয়েকবার এভাবে নিখোঁজ হয়। পরিদর্শক মালেক জানান, ধারণা করা হচ্ছে শিশুটি ট্রেনে নাটোর থেকে রহনপুর পৌঁছায়।
রাজশাহী বার্তা/admin