শিবগঞ্জে বজ্রপাতে নিরোধকে তালবীজ রোপণ

সময়: 7:23 pm - October 28, 2020 | | পঠিত হয়েছে: 102 বার

বজ্রপাত নিরোধক তালবীজ রোপণ কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে তালবীজ রোপণ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার তর্ত্তিপুর মহাশশ্মান ঘাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ অন্যরা। বজ্রপাত নিরোধকে উপজেলার ১৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৩০ হাজার তালবীজ রোপণ করা হবে বলে জানান পিআইও আরিফুল ইসলাম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর