চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা প্ররোচনায় জড়িতদের গ্রেফতার দাবি

সময়: 5:58 pm - November 2, 2020 | | পঠিত হয়েছে: 340 বার

চাঁপাইনবাবগঞ্জে বখাটের উত্যক্ত করার কারণে আফসানা আকতার মিম ওরফে আঁখি (১৯) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় শাহীবাগ এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক শাহীন কাউসার, আসিক ইয়াসির, এলাকাবাসীর পক্ষে শাহনেওয়াজ দুলাল, কলেজছাত্রী সুস্মিতা, আত্মহননকারী ছাত্রীর পিতা আইউব আলী, ফুফা সামিউল হক প্রমুখ।

বক্তাগণ অভিযোগ করে বলেন, শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফসানা আকতার মিম ওরফে আঁখিকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মেথরপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে ফয়সাল এবং রামকৃষ্টপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. রিমন। এদের কারণেই আফসানা আকতার মিম ওরফে আঁখি আত্মহত্যা করেছে। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার হয়েছে ফয়সাল আর পলাতক রয়েছে রিমন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ উপযুক্ত শাস্তির দাবি করেন বক্তাগণ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর