শিবগঞ্জে মনাকষা মোড় যাত্রীদের জন্য আতঙ্কিত

সময়: 5:55 pm - December 2, 2020 | | পঠিত হয়েছে: 153 বার

অতিরিক্ত যানজট, রাস্তার পাশে ময়লার স্তুপ, রাস্তার বেহাল দশা ও চৌরাস্তার মোড় হওয়ায় যাত্রীদের যেন নাভিশ্বাস উঠেছে। কোন নিরাপত্তা নেই যাত্রীদের। সরজমিনে গিয়ে দেখা গেছে, শিবগঞ্জ-মনাকষা মোড়টি অত্যন্ত ব্যস্ত সড়ক। চৌরাস্তার মোড় হওয়ায় চারদিক থেকে বিভিন্ন ধরণের যানবাহন এখানেই এসে দাঁড়ায়। শত শত যাত্রীর ভীড়। পা বাড়াবার স্থানটুকুও নেই। এ স্থানেই শতাধিক অটো বাইক দাঁড়িয়ে। শিক্ষার্থীরা চরম নিরাপত্তা হীনতার মধ্য দিয়ে চলাচল করছে। রাস্তার দুই পাশে বড় বড় ভবন গড়ে উঠায় রাস্তা প্রশস্ত একেবারে সরু হয়ে গেছে। তবে ভবন মালিকদের দাবি- তাদের নিজেদের জমিতেই ভবন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাস্তার উভয় পাশে কয়েকজন প্রভাবশালী রাস্তার কিছু জমি দখল করে ভবন তৈরী করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তবে রাস্তার জমি দখল নিয়ে উভয় পাশের ভবন মালিকরা একে অপরকে দোষারোপ করছেন বলেও জানা গেছে। এ মোড়ের রাস্তার দুই পাশে ছাই, মাটি, ময়লার স্তুপ জমে আছে। যেখানে কুকুর ও শুকুরের আনাগোনা দেখা গেছে। স্তুপে ফেলা নষ্ট খাবারগুলো কুকুরের একটি দল খাচ্ছে। তার পাশে স্তুপের ওপর কয়েকটি শুকুর আরামে ঘুমাচ্ছে। দূর্গন্ধে মানুষ নাকে মুখে কাপড় দিয়ে চলাফেরা করছে। মোড় থেকে একটু পশ্চিমে প্রায় ৫০মিটার দীর্ঘ রাস্তা যেন মরণ ফাঁদ। রাস্তাটুকু ভেঙ্গে ছোট বড় গর্তে সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখানে প্রায় প্রতিদিনই ছোড় বড় দূর্ঘটনা ঘটছে। যাত্রীর যানবাহনে থাকা অবস্থায় আতঙ্কের মধ্যে থাকছে। অটো বাইকের চালক দোয়েল বলেন, এ রাস্তাটুকু আমাদের জন্য পুলসেরাত হয়ে গেছে। এখানে যেমন যানবাহনের কোন নিশ্চয়তা নেই, তেমনি যাত্রীদের জীবনের কোন নিশ্চয়তা নেই। শুধু তাই নয়, রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন নারী বলেন, এ রাস্তাটি আমাদের জন্য খুব ভয়ংকার ও আতঙ্কিত রাস্তা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা  করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, সরকারী নীতি না মেনে রাস্তার পাশে সুনিদিষ্ট স্থান না ছেড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন জানান, অল্প সময়ের মধ্যে এ সড়কের কাজ শুরু হবে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, ইতোমধে সিদ্ধান্ত হয়েছে। রাস্তার পাশের দোকান-পাট সরকারি স্থান থেকে সরিয়ে ফেলা হবে। ময়লার স্তুপ দূর করা হবে জানিয়ে দ্রুত রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ দূর হবে বলে আশা প্রকাশ করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর