চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পাশে এগিয়ে এলো পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ শহরে এই শীতের রাতে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় ঠাণ্ডায় কাঁপছিলেন এক মানসিক ভারসাম্যহীন। তার সাহায্যে এগিয়ে এলো চাঁপাইনবাবগঞ্জ পুলিশের মোবাইল টিম। এই মানসিক ভারসাম্যহীন তার নাম ‘ফারুক হোসেন’ ছাড়া কোথায় বাড়ি বা কোথায় ঘর- কিছুই বলতে পারছে না। দীর্ঘ কয়েক দিন ধরে পড়ে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকার রাস্তার পাশে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সদর মডেল থানায়।
পরে স্থানীয় চাঁপাইনবাবঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন পুলিশের রাতের মোবাইল-১ টিমের ইনচার্জ এসআই জালাল উদ্দীন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে এই মানবতার কাজটি করেন মোবাইল-১ টিমের সদস্যরা।এসআই জালাল উদ্দীন জানান, মোবাইল-১ টিমের সদস্যরা নিমতলা এলাকায় গিয়ে দেখেন একজন পাগল অসুস্থ অবস্থায় পড়ে আছে। তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করলে সে নাম ছাড়া কিছুই বলতে পারে না। শরীরে শীতের কোন পোশাক না থাকায় ঠাণ্ডায় কাঁপতে ছিলো। স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে চ%
রাজশাহী বার্তা/admin