বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

সময়: 7:35 pm - December 6, 2020 | | পঠিত হয়েছে: 184 বার

কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা যুবলীগের ব্যানারে শিবগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনাকষা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রনেতা কামরুল আহসান আপেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাবেক কৃষক নেতা জাহাঙ্গীর আলম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, দুলর্ভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের মশিদুল হক, আওয়ামী লীগ নেতা ইমানী আলী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম বাহাদুরসহ অন্যরা। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনা মেনে নেওয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্থপতি, তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত। যারা এই কাজ করেছে তাদের রাজাকার, দেশদ্রোহী আখ্যা দিয়ে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য বরদাশত করা হবে না জানিয়ে যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাদের সকলকে এক হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান বক্তারা। এছাড়া একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, মৎস্যজীবি, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়। অপরদিকে একই সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুর নেতৃত্বে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শিবগঞ্জ পৌরসভা মার্কেটের সামানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ সৌরভ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলীরাজসহ অন্যরা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর