নাচোলে ভ্রাম্যমান আদালতে ৬ মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ রাসায়নিক সার মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে ১ জনের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)খাদিজা বেগম।
বৃহস্পতিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার রাজবাড়ী হাট এলাকায় “মেসার্স মারুফ ট্রেডার্স” প্রোপাইটার শফিকুল ইসলাম স্বপন এর দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযান কালে ১ হাজার ৪ ’শ ৮৫ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, শফিকুল ইসলাম স্বপন একজন খুচরা সার ব্যবসায়ী কিন্তু তার দোকানে বেশী পরিমান রাসায়নিক সার মজুদ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল ও নাচোল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin