কানসাটে গুচ্ছগ্রামে নির্মাণাধীন বাড়ি পরিদর্শন

সময়: 6:01 pm - December 22, 2020 | | পঠিত হয়েছে: 175 বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিবর্ষে ভূমিহীদের আশ্রয়ণ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট নিরালা গুচ্ছগ্রামে নির্মিত হচ্ছে বাড়ি। এসব ভূমিহীন অসহায় মানুষ এই জায়গায় বসবাস করতো, তাদের জন্য নির্মাণ করা হচ্ছে এই আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রাম। মঙ্গলবার দুপুরে আশ্রয়ণ প্রকল্প গুচ্ছগ্রামে বাড়ি নির্মাণাধীনে বিভিন্ন দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী  আরিফুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল মালেকসহ সরকারি কর্মকর্তারা। পরিদর্শনকালে ইউএনও সাকিব আল-রাব্বি জানান, এ গুচ্ছগ্রামে যেসব ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছিল, তাদেরকে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি ভাবে নির্মিত করা হচ্ছে বাড়ি। বাড়িগুলো নির্মিত হলে তাদেরকে পূনর্বাসন করা হবে। তবে, এ সময় পরিবারগুলো কিছুদিন কষ্ট হবে। কিন্তু বাড়িগুলো সম্পূর্ণভাবে নির্মিত হলে ভূমিহীন ব্যক্তিরা তাদের আশ্রয়ণ পেলে তাদের পরিবার নিয়ে সারাজীবন সুখে, শান্তিতে জীবনযাপন করতে পারবেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর