মুজিববর্ষে শিবগঞ্জে বিশেষ ডিজাইনের নির্মাণাধীন ঘর পরিদর্শন

সময়: 7:00 pm - December 29, 2020 | | পঠিত হয়েছে: 194 বার

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুজিব জন্মশতবর্ষের বিশেষ ডিজাইনের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

মঙ্গলবার বিকেলে উজিরপুর ও দুলর্ভপুর ইউনিয়নের গৃহ পরিদর্শন করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকীতে শিবগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৭৩৭টি পরিবার পাচ্ছেন বিশেষ ডিজাইনের এই গৃহ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

নির্মাণাধীন এসব গৃহ পরিদর্শন করে গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই আলোকে গৃহহীন জন্য প্রধানমন্ত্রী ঘর নির্মাণ করে দিচ্ছেন। সারাদেশে গৃহ ও ভূমিহীন মানুষকে শিগগিরই বাড়ি উপহার দেবেন সরকার প্রধান। এর আগে মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরের বন্দোবস্ত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে দ্রুত গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজুসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষের মধ্যেই ভূমিহীন ও গৃহহীন ৭৩৭টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর