চাঁপাইনবাবগঞ্জে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সময়: 6:54 pm - February 19, 2021 | | পঠিত হয়েছে: 118 বার
আজমাল হোসেন মামুন: ‘বিজ্ঞান ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক ২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিন পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আটটি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা মুশফিকুর রহমান। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) এ,কে,এম তাজকির-উজ-জামান। দৈনিক সমকাল ও ৭১ টিভির প্রতিনিধি এস কে রোকন স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে সুহৃদ সমবেশে জেলা কমিটির সুহৃদ সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাযহারুল ইসলাম তরু, রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাকার মোঃ মাসুদ রানা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাইজার রহমান মানি। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হোসেন শাহনেওয়াজ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমাল হোসেন মামুন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ নাদিম হোসেন।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর