শিবগঞ্জে নিরালা গুচ্ছগ্রামে ঘর পেলেন ৮২ ভূমিহীন পরিবার

সময়: 9:58 pm - February 25, 2021 | | পঠিত হয়েছে: 225 বার

‘‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ এই প্রতিপাদ্যে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিরালা গুচ্ছগ্রামে ৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত বাসগৃহ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নিরালা গুচ্ছগ্রাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত লটারির মাধ্যমে উপকারভোগীদের মাঝে বাসগৃহের বুঝিয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। টয়লেট ও রান্নাঘরসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা প্রতিটি গৃহের নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর