চাঁপাইনবাবগঞ্জজুড়ে আমের মুকুলের ম-ম গন্ধ

সময়: 7:33 pm - March 2, 2021 | | পঠিত হয়েছে: 225 বার

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জজুড়ে মুকুলের ম-ম গন্ধ। বাগানগুলোতে ৬০ থেকে ৭০ শতাংশ গাছে মুকুল এসেছে যা পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। ফাল্গুনের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আমের শাখে অলংকার রূপে দোল খাচ্ছে মুকুল। ৩০ হাজার হেক্টর বাগানের চারপাশে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। বাগানে বাগানে মুকুলের মড়ক নিয়ন্ত্রণ, পোকা দমনসহ গাছ সবল রাখতে বাগান মালিকরা বাড়িয়েছেন পরিচর্যা। দেয়া হচ্ছে কীটনাশক, গাছের জৈব খাবার ও পানি।

গত বছরের করোনা শঙ্কা ভুলে বাইরের বেপারিরা এলে লাভ হতে পারে বলে আশা ব্যবসায়ীদের। আমের ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা ধারাবাহিকভাবে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এ ধারা যদি সরকার অব্যাহত রাখে কৃষকরা উপকৃত হবে।

চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ প্রায় আড়াই লাখ মেট্রিক টন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর