চাঁপাইনবাবগঞ্জে ফেরির টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা পদ্মা ফেরিঘাটে টোল আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি, নির্যাতন ও মাস্তানির অভিযোগে আয়োজিত মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে এই মানববন্ধনের আয়োজন করে পাঁকা ইউনিয়ন এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টোল আদায় করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এই অন্যায়ের প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা পরিষদের সামনে গত ১ মার্চ মানববন্ধনের প্রস্তুতিকালে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী হামলা চালায় সাধারণ মানুষের উপর। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মোহনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার সাংবাদিক তারেক রহমানও আহত হয়।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এসব অনিয়ম বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ভূমি অফিস এবং শিবগঞ্জ থানায় লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাননি পাঁকা ইউনিয়নবাসী।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের যোগসাজশে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের তৈরি সিন্ডিকেটের মাধ্যমে সরকার নির্ধারিত টোলের কয়েকগুণ বেশি টাকা নেয়া হচ্ছে।
এ অবস্থায় পদ্মাপাড়ের চরাঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টোল আদায় বন্ধ ও ঘাটগুলোতে টোল আদায়ের মূল্য তালিকা টাঙ্গানোর দাবি জানান এলাকাবাসী।
রাজশাহী বার্তা/admin