নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল: ডা. শিমুল এমপি

সময়: 6:21 pm - March 9, 2021 | | পঠিত হয়েছে: 110 বার

‘‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে সমতার বিশ্ব’’ এই প্রতিপাদ্যে- আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা-উদ্দীপনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, এদেশের নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম অধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। “লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার গ্রহণ করেছে নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ।” ডা. শিমুল এমপি বলেন, “বিভিন্ন মন্ত্রণালয়ে জেন্ডার রেসপন্সিভ বাজেট প্রণয়নসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানমূলক কর্মে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হ্রাস পাচ্ছে নারীর দারিদ্র্য।” কিশোর-কিশোরী কøাবের নওরোজ হুদা সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, উদ্দীপনের শাখা ব্যবস্থাপক আবদুল লতিফ ও প্রোগ্রাম অফিসার শাহাদাত আলীসহ অন্যরা। এ সময় সরকারি কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা, কিশোর-কিশোরী ক্লাবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর