চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সময়: 4:33 pm - March 29, 2021 | | পঠিত হয়েছে: 1191 বার

চাঁপাইনবাবগঞ্জের মদ্যপ অবস্থায় ট্রাক্টর চালানোর কারণে দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মদ্যপ ট্রাক্টর চালক আব্দুল হাই সোমবার (২৯ মার্চ) সকালে এক অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোচালক আহত হয়।

 

ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু বোঝায় ট্রাক্টরটি গোদাগাড়ী হতে বালু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসছিল। সোমবার সকাল ৯টার দিকে ট্রাক্টরটি হরিপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় আসলে হঠাৎ ডানদিকে মোড় নিয়ে দু’টি অটো রিক্সাকে ধাক্কা দিয়ে সড়কের ডানদিকে বিদ্যুতের পোলে ধাক্কা দিয়ে থেমে যায়। এসময় একটি অটোরিক্সার সামান্য ক্ষতি হলেও অপর অটোরিক্সার বডি ক্ষতিগ্রস্থ হয় এবং ওই অটোরিক্সা চালক আব্দুস সালাম মাথায় আঘাতপ্রাপ্ত হয়। সালামের মাথা দিয়ে রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়। সেখানে চালক সালামের প্রাথমিক চিকিৎসা করা হয়।

 

একজন প্রত্যক্ষদর্শী জানায়, ট্রাক্টর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দূর্ঘটনা ঘটেছে।

 

আহত অটোচালক সালাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ হতে সে কাঁচা সবজি বোঝায় করে অটো নিয়ে গোদাগাড়ীর বাসুদেবপুর যাচ্ছিল। সকাল ৯টার দিকে হরিপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছলে হঠাৎ একটি ট্রাক্টর ডানদিকে মোড় নিয়ে তার অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোর বড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং তার মাথা ফেটে যায়। পরে সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। সালাম আরও জানায়, স্থানীয়দের সহায়তার ট্রাক্টর মালিক বাবর তাকে সাড়ে ৫ হাজার টাকা দিয়ে মিমাংসা করেছে। ট্রাক্টর চালক নেশা করে ছিল বলে জানায় সালাম।

 

ট্রাক্টর মালিক বাবর জানায়, এ বিষয়ে মিমাংসা হয়ে গেছে। ট্রাক্টর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে স্বীকার করেছেন বাবর। ট্রাক্টরে বালু পরিবহনের অনুমোদন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে বাবর জানায় ট্রাক্টরে বালু বহন করা অবৈধ হলেও পেটের দায়ে তিনি একাজ করছেন।

 

এবিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, এর্ ঘটনা তিনি জানেন না এবং কেউ অভিযোগও করেন নি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর