চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

সময়: 5:46 pm - February 28, 2020 | | পঠিত হয়েছে: 90 বার

ভিশন কেয়ার ফাউন্ডেশন বসুন্ধরা আই হসপিটাল এ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ও চাঁপাইনবাবগঞ্জ চিকিৎসা সহায়তা কেন্দ্রের যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারশন এর আয়োজন করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অব. উপ-পরিচালক মমতাজ মহল। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রফিউজ্জামান, একই কলেজের অব. অধ্যক্ষ মো. নহু, রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসীন আলী, সোনালী ব্যাংকের অব. এজিএম মো. শীষ আহমেদ, সমাজ সেবক মো. মনিমুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চিকিৎসা সহায়তা কেন্দ্রের সভাপতি ডা. আনোয়ার জাহিদ। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চিকিৎসা সহায়তা কেন্দ্রের সম্পাদক মো. আমিনুল ইসলাম। বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রমে জেলার প্রায় ২ হাজার নারী-পুরুষের চোখের চিকিৎসা দিচ্ছেন ১০ জন চিকিৎসক। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর