শিবগঞ্জে আগুনে জ্যান্ত পুড়লো গবাদি পশু, ব্যাপক ক্ষয়ক্ষতি

সময়: 4:29 pm - April 13, 2021 | | পঠিত হয়েছে: 387 বার

এস এম সাখাওয়াত জামিল দোলন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাপুর কর্ণখালি এলাকায় সোমবার দিবাগত গভীর রাত সাড়ে ৪ টার দিকে দুইটি বসত বাড়িতে আগুন লাগে। এতে বসত বাড়ির গরু, ছাগলসহ গবাদি পশু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।

 

জানাগেছে, আগুনে ওই এলাকার সালাউদ্দিন, সুমন এবং আলালের বাড়ি পুড়ে যায়। বিশেষ করে গরু রাখার গোয়াল ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। আগুনে ৩টি গরু, ২টি ছাগল পুড়ে মারা যায়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

 

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে এত ক্ষয়ক্ষতি হত না। ফায়ার সার্ভিসের নম্বর কেউ না জানার কারনে ফায়ার সার্ভিসে খবর দিতে দেরি হয়।

 

এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। যা  যাচাই বাছাই এর পর বলা যাবে।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদ হোসেন আগুন লেগে গরু, ছাগল পুড়ে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর