চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হত দরিদ্র মেধাবী ছাত্র সাগর আলী। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও লেখাপড়া করা নিয়ে পড়েছিলো মহাসঙ্কটে। কিন্তু তার এই সঙ্কটে আশার আলো হয়ে তার পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
সোমবার এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলার রানীহাটি পাঠাগারে সাগরকে সহায়তা প্রদাণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেডিকেল ছাত্র সাগরকে নগদ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদাণ করা হয়। এ অর্থ সাগরের হাতে তুলে দেন রানীহাটি পাঠাগারের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার প্রাক্তন সভাপতি ও নির্বাহী সদস্য প্রকৌশলী মাহাতাব উদ্দিন ।
এ সময় তিনি সাগর আলী লেখাপড়ার দায়িত্ব নিয়ে বলেন, তোমার পড়া লেখার জন্য মোটেই চিন্তা করবেনা। কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি তোমাকে যেভাবে সাহায্য করছে ঠিক একই রকম ভাবে তুমিও তোমার ছাত্র জীবন শেষে কর্ম জীবনে এ এলাকার মেধাবী ও দরিদ্র ছেলে মেয়েদের পাশে দাঁড়াবে। তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রানিহাটি পাঠাগারের সেক্রেটারি অধ্যাপক একরামুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রউফ, আহসান হাবিব, শিপারুল আনাম, আবুবকর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য সাগর আলী চলতি বছর মেডিকেল পরীক্ষায় অংশ নিয়ে সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু
রাজশাহী বার্তা/admin