নওগাঁয় নববধূকে পিটিয়ে হত্যা

সময়: 11:30 pm - May 20, 2021 | | পঠিত হয়েছে: 81 বার

নওগাঁর মান্দায় স্বামী মাসুদ রানার (৩৫) বিরুদ্ধে যৌতুকের জন্য নববধূ জহুরা বেগমকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে উপজেলার মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর জংলীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে জহুরা বেগমের সঙ্গে ২ মাস আগে মান্দা উপজেলার কালিকাপুর জংলীপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মাসুদ রানার বিয়ে হয়। মাসুদ রানার এটি ছিল চতুর্থ বিয়ে।

স্থানীয়রা জানান, আগের স্ত্রীদের ওপর যৌতুকসহ বিভিন্ন দাবিতে নির্যাতন করায় স্বামী মাসুদ রানাকে ছেড়ে তারা পিতার বাড়ি চলে গেছে। পরে নাচোল এলাকায় আবারও বিয়ে করেন অভিযুক্ত মাসুদ রানা।

তারা আরও জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নববধূ জহুরা বেগমের ওপর নির্যাতন শুরু হয়। শ্বশুর আব্বাস আলী, শাশুড়ি শাহিদা বেগম ও ননদ রিনা খাতুনের প্ররোচনায় এসব নির্যাতন করে আসছিলেন স্বামী মাসুদ।

প্রতিবেশী সিরাজুল ইসলাম, আবুল কাসেমসহ আরও অনেকে জানান, বুধবার গভীর রাতে নববধূ জহুরা বেগমকে একদফা মারপিট করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও মারপিট করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জহুরা বেগম। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মৌমিতা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর