শিবগঞ্জে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সময়: 6:54 pm - June 17, 2021 | | পঠিত হয়েছে: 102 বার

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার আমবাজার, কাঁচাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্যান-রিকশা চালক ও পথচারীদের মাঝে ৫ শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় মেয়র বলেন, ‘করোনা প্রতিরোধ করতে মাস্ক পড়া জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।’ সবসময় মাস্ক পরে থাকতে হবে। অন্যদেরও বলবে তারাও যেন মাস্ক পরে থাকে।’ তিনি আরও বলেন, মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি সকল দপ্তরের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মহামারি এই ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবো। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে। পুরো কর্মসূচিতে মেয়র ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মাস্কবিহীন মানুষকে মাস্ক পরিয়ে দেন এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সহসভাপতি সাইফ খান তোতা, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলীরাজসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর