চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত
সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সোনালী আঁশ হিসেবে পাটের যে গুরুত্ব রয়েছে তা পূর্বের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেক বেড়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন। পাট চাষীদের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। আর তাই সঠিক সময়ে পাট চাষের আহ্বান জানানো হয় ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি বড়াল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
রাজশাহী বার্তা/admin