নবাবগঞ্জ সিটি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা

সময়: 2:20 pm - March 7, 2020 | | পঠিত হয়েছে: 71 বার

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে নবাবগঞ্জ সিটি কলেজে আলোচনা সভা ও বড় পর্দার মাধ্যমে ভাষণ সম্প্রসার করে ছাত্র-ছাত্রী শিক্ষকদের শুনানো হয়েছে। শনিবার সকালে কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সাংগঠনিক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ তরিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাইহান আলী, ইতিহাস বিভাগের প্রভাষক মোসাঃ শামসুন্নাহার।

 

আলোচনা সভায় উপস্থাপনায় ছিলেন, ভূগোল বিভাগের প্রভাষক মোসাঃ তানজিলা খাতুন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের রমনায় অবস্থিত রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়াদী উদ্যান) দীর্ঘ ১৮ মিনিটের বঙ্গবন্ধুর সাড়া জাগানো বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর