চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আন্তর্জাতিক নারী দিবস পালিত

সময়: 2:09 pm - March 8, 2020 | | পঠিত হয়েছে: 152 বার

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পৌর ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচিতে অংশ নেন মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সচিব মামুন অর রশিদ, প্যাানেল মেয়র-১, সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম, কাউন্সিলর আব্দুল বারেক,  মাসকুরা বেগম, মোঃ জাহাঙ্গীর কবির, জিয়াউর রহমান আরমান, সিদ্দিকা সিরাজুম মুনিরা, আনোয়ারা বেগম পলি,মতিউর রহমান মটন, দুলাল আলী,  মাসুদুল ইসলাম নিখিল, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান,একাউন্টটেন্ট রবিউল ইসলাম। আলোচনা সভায় মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় তথা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্র এবং ছাত্রী সমান সংখ্যক থাকতে হবে। কেন না, বর্তমানে শিক্ষা ক্ষেত্রে মেয়ে শিশুরা প্রাথমিকে ছেলে শিশুর চেয়ে বেশি সংখ্যক থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেকেই যেতে পারে না। কিন্তু এসডিজিতে সমান সংখ্যক নারী থাকতেই হবে। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর