বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলামের জানাজা সম্পন্ন

সময়: 7:23 pm - August 10, 2021 | | পঠিত হয়েছে: 299 বার

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় রহনপুর এ.বি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-নাচোল আঞ্চলিক সড়কের নেজামপুর এলাকায় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলাম(৫৭) নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে ও গাড়ি চালক আহত হয়।

সোমবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে নাচোল উপজেলার নেজামপুর বাজারের মুসলিমপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার বিকেলে নজরুল ইসলাম ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী আসেন। সেখান থেকে প্রাইভেটকারে রাতে রহনপুরের উদ্যেশ্যে নিজ বাড়িতে ফিরছিলেন।

গাড়িটি নাচোল মুসলিমপুর এলাকায় আসলে মুসলধারে বৃষ্টির সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তিনি ও তাঁর ছেলেসহ ৩ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ পারিবাররিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর