চাঁপাইনবাবগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সময়: 3:12 pm - March 13, 2020 | | পঠিত হয়েছে: 262 বার

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উদ্ভাবিত মুগ ফসল সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বিনা ময়মনসিংহের অর্থায়নে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করে।

বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।

মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইক্ষু গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সমরজিত পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান উজ্জামানসহ অন্যরা।

দিনব্যাপি প্রশিক্ষণে জেলার ৫উপজেলার শতাধিক কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর