চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ৪টি নতুন গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন
জেলা পুলিশে আরো ৪টি নতুন গাড়ি যোগ হয়েছে। বাংলাদেশ পুলিশ এই গাড়ি গুলো প্রদান করেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয় চত্বরে ফিতা কেটে গাড়ি ৪টির উদ্বোধন করেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। গাড়গিুলোর মধ্যে রয়েছে পুলিশ সুপারের জন্য ১টি মিথসুবিসির পাজেরো স্পর্ট জিপ, টয়োটা কোম্পানির একটি অ্যাম্বুলেন্স ও দুইটি পিক আপ ভ্যান।
উদ্বোধনকালে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন-এতোদিন জেলা পুলিশের নিজস্ব অ্যাম্বুলেন্স ছিল না। এই অ্যাম্বুলেন্সটি পাওয়াতে জেলা পুলিশের একটি সমস্যার সমাধান হলো। এ ছাড়া নতুন দুটি পিক আপ ভ্যান পাওয়ায় পুলিশের দৈনন্দিন কাজে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি মুজিব বর্ষের শুরুতেই গাড়িগুলো দেয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের যানবাহন বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সবমিলিয়ে এখন ২৮টি গাড়ি রয়েছে এবং আরো ৭টি গাড়ির চাহিদা দেয়া রয়েছে। পরে গাড়িগুলোর চালকদের হাতে চাবি তুলে দেন পুলিশ সুপার।
এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস এ এম ফজল-ই-খুদা, ডিআইও-১ এস এম জাকারিয়া, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin