নাচোল পৌরসভার রাস্তায় ময়লার ভাগাড়, নজরদারি নেই
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার রাস্তা-ঘাট এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নাচোল পৌরসভার কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কার না করায় পৌর এলাকার রাস্তাগুলো এখন ময়লা-আবর্জনার স্তুপ ও মশার প্রজননকেন্দ্রে রূপ নিয়েছে। এদিকে মেইন রাস্তায় কোনো ডাস্টবিন না থাকায় ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। ফলে রাস্তার মোড় এখন অনেকটা পরিণত হয়েছে আবর্জনার স্তুপে।
পৌরবাসীর দাবি, নাচোল পৌরসভায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মী রয়েছে মোট ৭ জন। নিয়ম অনুযায়ী প্রতিদিন পৌর এলাকার রাস্তাঘাট পরিস্কার রাখার কথা। অথচ তারা প্রতিদিন ময়লার ভাগাড় পরিস্কার না করে সপ্তাহে মাত্র ১দিন রাস্তাঘাট পরিস্কার করে দায়সারা ভাবে কাজ করছে।
সোমবার পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে দেখা যায়, নাচোল বাসস্ট্যান্ড মেইন রাস্তার ধারে, মধ্যবাজারে, উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে, নাচোল থানা গেটের সামনে, রেলস্টেশনের ডেইলী বাজারের রাস্তায় ময়লার স্তুপ জমে আছে। আর পৌর কর্তৃপক্ষ যেসব ডাস্টবিন নির্মাণ করেছে, সেগুলোও নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা উপচে পড়ে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধে পথচারীরা নাক-মুখ চেপে চলাচল করছেন। অপরদিকে, নাচোল থানা গেটের পার্শ্বে যে ময়লার ড্রেন আছে সেখানে ময়লা জমা হয়ে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ।
পৌরসভার দুরুল, বাবুল নামের ব্যক্তিরা জানান, প্রায় দুই সপ্তাহ ধরে ময়লা জমে আছে পৌর এলাকার বিভিন্ন রাস্তার ধারে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কোথা থেকে বেতন-ভাতা নেবেন তা দেখার দায়িত্ব তাদের নয়। তারা নিয়মিত পৌর কর পরিশোধ করেন, তাই সেবাও চান নিয়মিত। এ বিষয়ে পৌর মেয়র দ্রত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা তাদের। নাচোল বাসস্ট্যান্ড চত্বরে ময়লার পাশের ফলের দোকানিরা জানান, গত কয়েকদিন ধরে ময়লা জমতে জমতে এখন তাদের দোকানের কাছে চলে আসছে। দোকানের পাশে দীর্ঘ দিন ময়লা জমিয়ে রাখায় দুর্গন্ধে তাদের দোকান চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সোমবার দুপুরে করোনা ভাইরাসের কারণে নাচোল বাজার মনিটরিংয়ে যান নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। এসময় বাসস্ট্যান্ড চত্বরে ময়লার স্তুপ জমা দেখে দুঃখ প্রকাশ করেন তারা। এ বিষয়ে নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন ময়লার ভাগাড় পরিস্কার করেন, শুধু আজকে পরিস্কার করেনি।
রাজশাহী বার্তা/admin