চাঁপাইনবাবগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সময়: 5:49 pm - March 25, 2020 | | পঠিত হয়েছে: 662 বার

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত দাম ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার দুুপুরে জেলা শহরের পুরাতনবাজারে এ অভিযান চালায়। জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল জেলা শহরের পুরাতনবাজারে অভিযান চালায়।

এসময় পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রী ও পণ্যের মূল্য তালিকা না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করার পাশাপাশি ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার পরামর্শ দেয় হয়। একই সাথে খুচরা বিক্রেতা ব্যতীত একজন ভোক্তার নিকট প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রী না করার জন্য পাইকারী বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। জেলা স্যানটিারি ইন্সপেক্টর মোঃ কোবাদ আলী ও সদর থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর