চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতে চা বিক্রেতাদের পরিবারের মাঝে চাল-ডাল-আটা বিতরণ পুলিশের

সময়: 11:30 pm - March 28, 2020 | | পঠিত হয়েছে: 82 বার

চাঁপাইনবাবগঞ্জে ২৮ মার্চ শনিবার সন্ধ্যায় সদর মডেল থানায় অসহায়, গরীব ও নিম্নবিত্ত খেঁটে খাওয়া মানুষ ও  ফুটপাতে চা বিক্রেতাদের ২০০ টি পরিবারের মাঝে  চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করেছেন অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম।

 

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সারাদেশে হাট, বাজার বন্ধ রয়েছে। কার্যত সবকিছুই এখন কারফিউ এর মত অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে এ মহামারি থেকে বাঁচতে নিজনিজ গৃহে থাকার নির্দেশ দিয়েছেন।

 

যার দরুণ অসহায়, গরীব ও নিম্নবিত্ত খেঁটে খাওয়া মানুষের জীবন যাপন অবরুদ্ধ হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে জেলা পুলিশ কঠিন এ সময়ে অসহায়দের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

 

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর সার্বিক সহায়তায় ২০০ টি পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরের ভাল, ১ কেজি পেঁয়াজ  এবং সয়াবিন তেল সম্বলিত একটি প্যাকেট তুলে দেন ওসি জিয়াউর রহমান পিপিএম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর